দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সাথী রানী নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
রোববার দুপুর ১২টায় উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের তালপুকুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
সাথী একই ইউনিয়নের দুগাডাঙ্গা গ্রামের মনীন্দ্র নাথ রায়ের মেয়ে। সে দুগাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কমর্কতা সুব্রত কুমার সরকার জানান, রাস্তা পার হওয়ার সময় সাথীকে ওই ট্রাক্টর ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চিরিরবন্দর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছেন।