শনিবার বিকেলে মূর্তিটি উদ্ধার করে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করে।
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার পলাশবাড়ি বটতলা এলাকা থেকে শনিবার বিকেলে ‘কষ্টিপাথরের’ একটি মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৪ (সিপিসি-২)-এর কমান্ডার মেজর আদনান তফাদার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মূর্তিটি কষ্টিপাথরের কি না তারা নিশ্চিত নন। বিষয়টি আদালত থেকে নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, তাদের হাতে আটক ব্যক্তিদের আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় ৫৪ ধারায় মামলা হয়েছে। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।