খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটকবাহী গাড়িতে ভাঙচুর চালিয়েছেন উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির পদবঞ্চিতরা।
রোববার সকালে সাজেকের উদ্দেশে রওয়ানা দেয়া পর্যটকবাহী জিপ ও পিকআপ দীঘিনালার বাস স্টেশনের পাশে পৌঁছালে হামলা চালান ছাত্রলীগ নেতাকর্মীরা।
এতে চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক তিন জন হলেন অপু চৌধুরী, বাবুল চৌধুরী ও আমানুর রহমান শান্ত।
এর আগে শনিবার রাত ১০টার দিকে দীঘিনালা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে রোববার খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক সড়ক অবরোধের ঘোষণা দেন পদবঞ্চিত ছাত্রলীগকর্মীরা।
তবে মধ্যরাতেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এরপর রোববার সকালে পর্যটকবাহী গাড়িতে আচমকা এ হামলা চালানো হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন জনকে আটক করা হয়েছে। অবরোধকারীদের সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
শনিবার খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীঘিনালায় এক বছরের জন্য ১৩ সদস্যের আংশিক কমিটি করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা জানান, দীঘিনালা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিকে কাউন্সিল করার জন্য বলা হয়েছিল। তারা ব্যর্থ হওয়ায় কেন্দ্রের পরামর্শে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।