নারায়ণগঞ্জ থেকে বান্ধবীর সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেড়াতে গিয়ে শুক্রবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৭) গার্মেন্টকর্মী।
শনিবার রাতে কিশোরী গোবিন্দগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ মূল আসামি সোহেলসহ দুজনকে গ্রেফতার করেছে।
গোবিন্দগঞ্জ থাকার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বান্ধবি আদুরী বেগম, তার মা এবং তার বড় ভাই সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে মা ও বড়ভাইকে ছেড়ে দেয়া হয়। পরে আদুরী বেগমকে গ্রেফতার দেখানো হয়। আর রাত সাড়ে ১১টার দিকে গ্রেফতার করা হয় মূল আসামি আদুরীর ভাই সোহেলকে।’
মামলার এজাহার থেকে জানা যায়, শুক্রবার সকালে আদুরী বেগমের ভাই সোহেল ওই কিশোরীকে মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যায়। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাতে ফেরার সময় সোহেলসহ আরও চার-পাঁচজন তাকে ধর্ষণ করে। রাত ১টার দিকে স্থানীয়রা কিশোরীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
আফজাল হোসেন জানান, গোবিন্দগঞ্জের আদুরী বেগম তার স্বামীসহ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থাকেন। একই বাসায় ভাড়া থাকেন ধর্ষণের শিকার ওই কিশোরী। তারা দুজনই গার্মেন্টে কাজ করেন।
সকালে গাইবান্ধা সদর হাসপাতালে কিশোরীর শারীরিক পরীক্ষা করা হয়েছে বলেও জানায় পুলিশ।