ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সোলায়মান। শুক্রবার এক মাস পর তাকে গ্রেফতার করা হয়েছে।
নরসিংদীতে মানসিক ভারসাম্যহীন তরুণীকে (২৬) ধর্ষণের অভিযোগে সোলায়মান (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর উপজেলার শেখেরচর মাজার বাসস্ট্যান্ড এলাকা গ্রেফতারের পর শনিবার আদালেতর মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার পাঁচদোনা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আহমেদ জানান, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী এক সন্তানের মা। তাকে ১৩ অক্টোবর রাতে তাকে ধর্ষণ করেন সোলায়মান। রাতেই নারীর ননদ পাঁচদোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সোলায়মান।
শুক্রবার এক মাস পর তাকে গ্রেফতার করা হয়েছে।