সুপার সাইক্লোন আম্পান বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহেনহল্টস। শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের প্রায় আড়াই হাজার দুর্গতের হাতে চাল, ডাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সাবান তুলে দেন তিনি।
শনিবার সকালে আম্পানে বিধ্বস্ত গ্রামগুলো ঘুরে স্থানীয়দের কথা শোনেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহেনহল্টস। এসময় তিনি বলেন, ‘আম্পানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে সহায়তা করেছেন স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।’
নিজস্ব তহবিল থেকে এ ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পিটার ফারহেনহল্টস জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ইউরো দিয়েছে জার্মান সরকার।
রাষ্ট্রদূতের সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ জার্মান উন্নয়ন সংস্থার প্রতিনিধি ভ্যান মিট ল্যাভ।
শুক্রবার বিকেলে পিটার ফারহেনহল্টস সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের ঋষিপাড়ায় যান। দোভাষীর মাধ্যমে তিনি কথা বলেন হস্তশিল্পী নারীদের সঙ্গে।
সাতক্ষীরায় নারীদের তৈরি বেতের জিনিস দেখছেন জার্মান রাষ্ট্রদূত
হাতে তৈরি বেতের বিভিন্ন তৈজসপত্র জার্মানে রফতানি করতে বিশেষভাবে উদ্যোগ নেয়া হবে বলেও জানান রাষ্ট্রদূত।