নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগে আগুনে ২৫টি ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাশমুলী এলাকায় মীর বাবুলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলায়ত হোসেন।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
ক্ষতিগ্রস্তরা বলেন, পোশাক কারখানায় কাজ করে তাদের কেনা বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
বাড়ির মালিক মীর বাবুল জানান, গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা এখানে ঘর ভাড়া নিয়ে পোশাক কারখানায় কাজ করেন। খবর পেয়ে বাড়িতে এসে দেখেন মালামাল, ঘর পুড়ে গেছে।