রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম শিপনকে ‘পিটিয়ে হত্যার’ সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন হয়েছে।
শনিবার বেলা ১১টায় জাহাঙ্গীরনগর পরিষদ ফরিদপুরের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নাসির মান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মো. হাসান আলী ও শেখ ফিরোজ।
এরপর একটি শোক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ পুলিশের এএসপি ছিলেন আনিসুল করিম শিপন।
মানসিক সমস্যার কারণে সোমবার মাইন্ড এইড হাসপাতালে এএসপি শিপনকে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই হাসপাতালের কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করে পরিবার। পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।