বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছোটবোনের বাড়িতে ভাইয়ে-ভাইয়ে ঝগড়া, বড়ভাই খুন

  •    
  • ১৩ নভেম্বর, ২০২০ ২৩:০২

পুলিশ জানিয়েছে, নিহত মিরাজ হোসেনের মরদেহ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তার ছোটভাই ইরান হোসেন পালিয়ে গেছেন। তারা দুই জনই দিনমজুর এবং ঘোপ নওপাড়ার বাসিন্দা।

যশোর শহরে ছোটবোনের বাড়িতে বেড়াতে গিয়ে কথা কাটাকাটির জেরে ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ঘোপ নওপাড়ার বাবলাতলার এ ঘটনায় ছোটবোন রীনা পারভীনও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, নিহত মিরাজ হোসেনের (২৪) মরদেহ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তার ছোটভাই ইরান হোসেন (২১) পালিয়ে গেছেন। তারা দুই জনই দিনমজুর এবং ঘোপ নওপাড়ার বাসিন্দা।

রীনা পারভীন জানান, তার বাসায় দাওয়াত খেতে যান দুই ভাই মিরাজ ও ইরান। পরিবারের নানা বিষয় নিয়ে কথা বলার সময় মতবিরোধ দেখা দেয় দুই ভাইয়ের মধ্যে।

কথা কাটাকাটির সময় তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রীনা পারভীন ও ইরানের স্ত্রী মীম খাতুন। এক পর্যায়ে রীনা ও মীমকে ইট-লাঠি দিয়ে আঘাত করেন মিরাজ। এতে জখম হন তারা।

এসময় ছোটবোন ও স্ত্রীকে মার খেতে দেখে বড়ভাই মিরাজের বাম পাজরে ছুরি দিয়ে আঘাত করেন ছোটভাই ইরান। মিরাজকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার ডিউটি অফিসার নুরজাহান খাতুন জানান, ঘটনার পর থেকেই ইরান পলাতক। তাকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

 

 

এ বিভাগের আরো খবর