ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ভাঙ্গা ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর যাচ্ছিল। এসময় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীরামদিয়া গ্রামের ওয়াহিদ মোল্লা (৫০) ও লিটু মোল্লা (৪৫)।
আহত একই গ্রামের হান্নান শেখ (৪৮) ও রফিক শেখ (৪০)। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ভ্যানের উপর শ্যালো ইঞ্জিন বসিয়ে গ্রাম ঘুরে ধান ভাঙানোর কাজ শেষে রেল লাইন পার হচ্ছিলেন তারা। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ফরিদপুর স্টেশনের মাস্টার মাসুদ রানা রনি নিউজবাংলাকে বলেন, ‘মধুমতি এক্সপ্রস ট্রেনটি ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে ফিরছিল। এ সময় নগরকান্দা অংশে একটি আনম্যান গেইট পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।’
খবর পেয়ে নগরকান্দা থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন বলে জানান মাসুদ রানা।
পরে রাজবাড়ী স্টেশনের রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।