ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার খালিশপুর ও সেজিয়া গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের সবুজ হোসেন (৩২) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মামুনুর রশিদ (৩০)।
মহেশপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, সেজিয়া গ্রাম থেকে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে ঝিনাইদহ সদরে আসছিলেন সবুজ হোসেন। পথে জানলাকাটা সেতুর পাশে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সবুজের।
অপরদিকে মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে জীবননগর রয়েল পরিবহণের একটি বাস মামুনুর রশিদকে চাপা দেয়।
তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।