বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাতকানিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

  •    
  • ১৩ নভেম্বর, ২০২০ ১০:২৯

অভিযোগের তির তার এক বন্ধুর দিকে। তিনি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

চট্টগ্রামের সাতকানিয়ায় বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে সাবিদুল ইসলাম সাজ্জাদ নামের এক যুবক নিহত হয়েছেন। সাতকানিয়ার কালিয়াইশের বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, পূর্ব বিরোধের জেরে বন্ধু রবিউল ইসলাম রাত ৯টার দিকে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। 

নিহত সাজ্জাদ চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা ছিলেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন নিউজবাংলাকে জানান, সম্প্রতি দুই বন্ধু সাজ্জাদ ও রবিউলের মধ্যে ঝগড়া হয়। তা এক ধরনের মীমাংসাও হয়। কিন্তু বৃহস্পতিবার রাতে আবার দুই জনের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে রবিউল পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, রবিউল সাতকানিয়ার কালিয়াইশ এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো খবর