শেরপুর শহরে সাত মাদক সেবনকারী ও বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও জেলা প্রশাসন যৌথভাবে শহরের পশ্চিম শেরী পাড়ায় অভিযান চালায়।
অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, মাহমুদুল হাসান, বিএম সাদিক আল শাফিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মশিউর রহমান সোহেল ও পরিদর্শক এনামুল হক।
মশিউর রহমান সোহেল জানান, ভ্রাম্যমাণ আদালত শেরপুর পৌর এলাকার পশ্চিম শেরি মহল্লার জামাল হোসেন, রুবেল মিয়া, মোস্তফা, উজ্জল মিয়া, নজরুল ইসলাম ও বাদল সেককে ছয় মাস করে এবং আইয়ুব আলীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে।
মশিউর রহমান সোহেল বলেন, মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।