চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক নিউজবাংলাকে বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে ২৪ অক্টোবর মারা যান জেসি ইকাতার। তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলেন।
চট্টগ্রাম বন্দরে পানামার পতাকাবাহী ‘এমভি নিউ কারেজ’ নামের জাহাজে জেসি ইকাতার নামে ফিলিপাইনের এক নাগরিকের মরদেহ এসেছে।
বন্দর সচিব ওমর ফারুক নিউজবাংলাকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জাহাজটি বন্দরে নোঙর করে। জেসি ইকাতার জাহাজটির সেকেন্ড অফিসার ছিলেন।
বন্দর সচিব বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম বন্দরে আসার পথে ২৪ অক্টোবর মারা যান জেসি ইকাতার। তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলেন। তার মরদেহ জাহাজেই হিমায়িত করা ছিল।
ময়নাতদন্ত শেষে যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর বা স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে ফিলিপাইন পাঠানো হবে বলে জানান তিনি।