ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় আগুন লেগে একটি তুলা কারখানা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ চামড়া বাজার এলাকার কারখানাটিতে আগুন লাগে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা মালিক মোতালেব মিয়া বলেন, বিকালে শ্রমিকরা কাজ করছিলেন। এসময় অটোমেশিনে তুলা কাটা চলছিল। হঠাৎ তুলায় আগুন লেগে যায়। শ্রমিকরা কারখানার টিনের বেড়া কেটে বের হয়ে যান। আগুন কারখানায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। কারখানার ৪-৫ ট্রাক তুলা ছিল, সব পুড়ে গেছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, কীভাবে আগুন লাগল- নিশ্চিত হওয়া যায়নি। তুলা কাটার সময় মেশিন গরম হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।