নাটোর শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় শুভেচ্ছা হাসপাতাল ও জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।
নাটোর শহরে দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় শুভেচ্ছা হাসপাতাল ও জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, লাইসেন্স ছাড়াই চলছিল শুভেচ্ছা হাসপাতাল। নোংরা পরিবেশসহ নানা কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আর অনুমোদনের চেয়ে বেশি বেড রাখাসহ নানা অনিয়মের দায়ে জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে একলাখ ৪৫ হাজার জরিমানা করা হয়।
অভিযানের সময় সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, ডা. মাহবুবুর রহমানসহ উপস্থিত ছিলেন অনেকে।