‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি’ শ্লোগান নিয়ে ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবি উঠেছে।
বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে উপকূল ফাউন্ডেশন ও ইয়ুথ ইন বাংলাদেশের আয়োজনে মানববন্ধন হয়েছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ সাইক্লোনে ভোলার কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। এটি ভোলার জন্য একটি বেদনাদায়ক দিন। ভয়াল ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন তারা।
১২ নভেম্বর স্মৃতিচারণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে ভোলা প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুল।
সভায় আরও বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু ও ভয়াল ১২ নভেম্বর নিহতদের পরিবারের সদস্যরা।