কিশোরগঞ্জে কলেজছাত্র ফারহান মাসুদ বিজয় (২০) হত্যার দুদিন পর থানায় মামলা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক নিউজবাংলাকে এ তথ্য জানান।
বুধবার গভীর রাতে বিজয়ের বাবা আব্দুর রহমান মামলাটি করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন (৪০)।
অন্য আসামিরা হলেন অনিক, অন্তর, বিল্লাল, সজিব, মুরাদ, ওয়ালিদ, খায়রুল ও রাব্বিসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জন।
সোমবার ঘটনার পরেই পুলিশ ইয়াকুব, সুজন ও মনিরকে আটক করে।
সোমবার কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন কলেজছাত্র ফারহান মাসুদ বিজয়।
ফারহান কিশোরগঞ্জের নিকলী উপজেলার কুমারপাড়া গ্রামের ছেলে। তিনি নিকলী মুক্তিযোদ্ধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার কয়েকদিন আগে নগুয়া প্রথম মোড়ে কাউন্সিলর ইয়াকুব সুমনের লোকজন রাস্তায় মেয়েদের উত্যক্ত করে। প্রতিবাদ করলে বিজয়কে হুমকি দেয়া হয়। এর জের ধরে সোমবার বিকেলে কাউন্সিলর ইয়াকুব আরও লোকজন নিয়ে বিজয়ের ওপর হামলা চালায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।