যশোরের শার্শা উপজেলায় বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রীবাহী একটি ভ্যানকে ইটভাটার একটি ট্রাক ধাক্কা দেয়। এতে এক ছাত্রী ও ভ্যানচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও দুই ছাত্রী।
সকাল ৯টার দিকে যশোর-সাতক্ষীরা হাইওয়ে সড়কের খাজুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম শেফা খাতুন। সে উপজেলার কাঠুরিয়া গ্রামের সামিউল ইসলামের মেয়ে। নিহত ভ্যানচালক আবু হানিফও একই গ্রামের বাসিন্দা ছিলেন।
গুরুতর আহত দুই ছাত্রী হলো জ্যোতি ও অহনা। জ্যোতি একই গ্রামের আবুল কালাম লিটন এবং অহনা ইকরামুল কবীরের মেয়ে। তারা চাচাত বোন। তিন জনই নাভারণ বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ছাত্রীদের স্বজনেরা জানিয়েছেন, সকালে অ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য ভ্যানে করে স্কুলে যাচ্ছিল তারা। যশোর-সাতক্ষীরা হাইওয়ে সড়কের খাজুরা নামক স্থানে পৌঁছালে ইটভাটার ট্রাকটির সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শেফার মৃত্যু হয়।
তা ছাড়া যশোর ২৫০ শয্যার হাসপাতালে মৃত্যু হয় ভ্যানচালক আবু হানিফের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান।