কিশোরগঞ্জ সদরের নান্দলা এলাকায় দুটি সিএনজি অটোরিকশার মাঝে চাপা পড়ে মো. হাবিবুল্লাহ (৩৫) নামে এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন।
নিহত হাবিবুল্লাহ নান্দলা গ্রামের বাসিন্দা।
নান্দলা এলাকা কটিয়াদী হাইওয়ে থানার অধীন। এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবহান জানান, হাবিবুল্লাহ যাতায়াত পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে কাজ শেষে বাড়ি ফিরছিলেন হাবিবুল্লাহ। বাড়ির সামনে এসে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ অটোরিকশা দুটি জব্দ করেছে। তবে দুজন চালকই পালিয়ে গেছেন।
নিহতের মামা মো. মাহতাব উদ্দীন জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হাবিবুল্লাহ। পরিবারে তার স্ত্রী, সাত বছরের একটি মেয়ে ও তিন বছরের একটি ছেলে আছে।