পাবনার ঈশ্বরদীতে মারা যাওয়ার ১২ দিনের মাথায় কবর থেকে বৃদ্ধার মরদেহ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে উপজেলার জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, ৩১ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণে উপজেলার জয়নগর পূর্বপাড়া গ্রামের ৮৫ বছর বয়সী ফজিলা খাতুনের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহটি কবরের বাইরে দেখে পুলিশকে খবর দেয়।
সকাল দশটার দিকে ঘটনাস্থলে যান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও থানার ওসি সেখ নাসীর উদ্দিন।ওসি জানান, কী কারণে বৃদ্ধার মাথা কেটে নিয়ে গেছে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।এ ধরনের ঘটনার পুনারবৃত্তির শঙ্কা করছেন এলাকাবাসী।