বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কবি তননের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সমাবেশ

  •    
  • ১২ নভেম্বর, ২০২০ ১৩:৪৮

ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে এ সমাবেশের আয়োজন করে ‘বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ’। ১৬ জনের বিরুদ্ধে মামলা। কিন্তু এক জনও গ্রেফতার হননি।

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে সমাবেশ হয়েছে। হত্যাকারীদের শিগগির গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।  

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ‘বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

সকালে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের চত্বর থেকে শোক মিছিল বের করা  হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষাচত্বরে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা উদীচী সাহিত্য গোষ্ঠীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন। সঞ্চালনা করেন ঝিলমিল শিশু কিশোর একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ।

বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নুর, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, কবি আমির হোসেন, কবি মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,  জেলা খেলাঘর শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার প্রমুখ। 

বক্তারা বলেন, কবি তনন ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি সমাজের একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাকে হত্যায় জড়িত ব্যক্তিদের ছাড় দেয়া হলে সহিংসতা আরও বৃদ্ধি পাবে। তাই দ্রুত কবি তননের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। তা না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

নাসিরনগরে পুকুর নিয়ে বিরোধের জেরে তননকে পিটিয়ে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। সোমবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার নাসিরনগর থানায় ১৬ জনের নামে মামলা হয়েছে। তবে কোনো আসামি গ্রেফতার হননি।

তনন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র  এবং সৃজন সাহিত্য সংগঠনের জেলা শাখার সভাপতি ছিলেন। 

এ বিভাগের আরো খবর