হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে অ্যাক্সকেভেটর দিয়ে মাটি কাটার অপরাধে তিন জনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান এ সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার শিবপাশা গ্রামের মো. কামাল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জুনায়েদ মিয়া এবং পাবনা জেলার বেড়া উপজেলার রাজধরিয়া গ্রামের শামীম ফকির।
ইউএনও মতিউর জানান, বেশ কয়েকদিন ধরেই উপজেলার ঝিলের বন হাওরের মাঝখানের ফসলি জমি থেকে অবৈধভাবে অ্যাক্সকেভেটর দিয়ে মাটি কাটছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিন জনকে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ছয় মাস করে কারাদণ্ড দেয়।
তাদের আজমিরীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ইউএনও।