বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজ কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  •    
  • ১১ নভেম্বর, ২০২০ ১৭:৫১

নাজমুল ৬ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। ওই দিন রাতেই বদলগাছী থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়।

নওগাঁর বদলগাছী উপজেলা থেকে নিখোঁজের পাঁচদিন পর নাজমুল হোসেন (১৪) নামে এক কিশোরের মরদেহ জয়পুরহাটের আক্কেলপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে বস্তাবন্দি অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নাজমুল বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল গ্রামের আলামিন হোসেনের ছেলে ও খাদাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নাজমুলের বাবা আলামিন জানান, নাজমুল ৬ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। ওই দিন রাতেই বদলগাছী থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়। পরদিন নাজমুলের মুঠোফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে কল আসে।

বুধবার সকালে জয়পুরহাট আক্কেলপুর মহিলা কলেজ সংলগ্ন জোয়ানা রেলসেতু এলাকায় রেল লাইনের পাশে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। থানা-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় পর বদলগাছী থানায় হস্তান্তর করা হবে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রায়হান হোসেন বলেন, নিহত নাজমুলের বাবা ৭ নভেম্বর থানায় বদলগাছী উপজেলার পূর্ব খাদাইলের মো. মিশু, মো. আজম আলী, মোছা. রিনা বেগম ও মো. সোহাগ হোসেনের নামে অপহরণ মামলা করেন। এই চার জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের আরো খবর