কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র কেনাবেচার সময় বন্দুকসহ তিন জনকে গ্রেফতারের কথা জানিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
উপজেলার চৌমুহনীতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১০ হাজার টাকাও জব্দ করা হয় বলে জানায় ডিবি।
গ্রেফতার তিন জন হলেন পেকুয়া পশ্চিম ছিরাদিয়া এলাকার কায়সার উদ্দিন, শেখের কেল্লা এলাকার আব্দুর রহমান ও পূর্ব বিলহাসুরা এলাকার দিদারুল ইসলাম ওরফে শরিফ।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) হাসানুজ্জামান জানান, চৌমুহনী গরুর বাজার এলাকায় অস্ত্র কেনাবেচার জন্য কিছু লোক অপেক্ষা করছে বলে তাদের কাছে খবর ছিল। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুকসহ (এলজি) ওই তিন জনকে গ্রেফতার করা হয়।
এসপি আরও জানান, গ্রেফতার তিন জন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।