চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৮৮ ভরি স্বর্ণসহ জোসেফ উদ্দিন রুমন (২৮) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে আটক করে পুলিশ। পরে বুধবার সকালে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
রুমনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া দক্ষিণপাড়া এলাকায়।
পুলিশের ভাষ্য, আটকের সময় রুমনের কাছ থেকে স্বর্ণের আটটি বার, দুইটি লকেট, দুই জোড়া কানের দুল ও একটি আংটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে জানান, রাত ১১টার দিকে তূর্ণা নিশীতা ট্রেনে করে স্বর্ণগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন রুমন। রেলওয়ে স্টেশন এলাকায় তাকে তল্লাশি করলে লাগেজের ভেতর এসব স্বর্ণের সন্ধান পায় পুলিশ। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ প্রায় ৮৮ ভরি। এই ঘটনায় বুধবার সকালে মামলা হয়েছে। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।