ওই যুবকের নাম সাজিব দে। বাড়ি কক্সবাজারের মহেশখালী পৌরসভার দক্ষিণ হিন্দু পাড়ায়।
কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়ার সিল ও সই জালিয়াতি করার অপরাধে সাজিব দে নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।
সাজিবের বাড়ি পৌরসভার দক্ষিণ হিন্দু পাড়ায়। তিনি বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশের স্টুডিও অনিকের ভাড়াটিয়া। অভিযোগ রয়েছে, তিনি মেয়রের সই জালিয়াতি করে নানা ধরনের সনদ সত্যায়িত করতেন।
ইউএনও আশপাশের স্টুডিও ও কম্পিউটারের দোকানগুলোকে সতর্ক করেছেন।