সাতক্ষীরায় মা-বাবার সেবাসহ পাঁচ শর্তে বাড়িতে থেকে সংশোধনের সুযোগ পেয়েছে মাদক মামলায় এক বছর সাজা পাওয়া আসামি।
জেলার বিচারিক হাকিম দ্বিতীয় আদালতের বিচারক ইয়াসমিন নাহার মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
প্রবেশনে সাজা পাওয়া আসামি হাসান আলী সরদার সদর উপজেলার ভাদড়া গ্রামের বাসিন্দা।
আসামি পক্ষের আইনজীবী এটিএম ফখরুল আলম জানান, আসামি হাসান আলী সরদারকে এক বছরের প্রবেশন দেয়া হলেও পাঁচটি শর্ত মানতে হবে।
শর্তগুলো হলো
- কোনো মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করবে না
- কোনো খারাপ সঙ্গীর সঙ্গে মিশবে না
- প্রবেশনকালীন সময়ে ১০টি গাছ রোপন করতে হবে
- মা-বাবার সেবা করতে হবে
- সপ্তাহে কমপক্ষে একদিন মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে
এসব শর্ত ভঙ্গ করলে আসামিকে আবারও কারাগারে যেতে হবে বলেও আদেশে বলা হয়েছে।
আসামি শর্তগুলো মানছে কি না তা তদারকির দায়িত্ব দেয়া হয়েছে সমাজসেবা অফিসের এক কর্মকর্তাকে। তিন মাস পর পর ওই কর্মকর্তাকে আদালতে এ বিষয়ে রিপোর্ট জমা দেয়ার নির্দেশও দেয়া হয়েছে আলোচিত এ রায়ে।