মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাঁচ হাজারের বেশি দোকানে সাঁটানো হয়েছে 'নো মাস্ক নো সার্ভিস' স্টিকার। হ্যান্ড মাইকে জানিয়ে দেয়া হচ্ছে বুধবার থেকে প্রতিদিন বসবে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল চৌমোহনা চত্ত্বরে করোনাকালে গণসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।
তিনি বলেন, ‘বুধবার থেকে শ্রীমঙ্গলের সব দোকানে ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরতে হবে। এ নির্দেশনা অমান্য করে কেউ বেচা-কেনা করলে জেল-জরিমানার মুখে পড়তে হবে।’
উপজেলার স্কাউট সদস্য ও সুধীজনরা এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি করোনা ঝুঁকিপূর্ণ এলাকা। করোনা থেকে বাঁচতে হলে এখন মাস্কই হবে প্রধান হাতিয়ার।
পরে ইউএনও নজরুল ইসলাম সবাইকে নিয়ে দোকানে দোকানে করোনা সচেতনায় স্টিকার সেঁটে দেন।