জিডির সূত্র ধরে এক জনকে আটক করে র্যাব। পরে তার দেয়া তথ্য অনুযায়ী নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়। খোঁজ মেলে ছিনতাই হওয়া লেগুনার।
চট্টগ্রামের হাটহাজারীতে লেগুনা চালককে গলা কেটে হত্যা করা হয়েছে।
মদুনাঘাট এলাকার চন্দ্রবিল থেকে মঙ্গলবার সকালে চালক নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জাব্বারুল ইসলাম নিউজবাংলাকে বলেন, পাহাড়তলীর সাগরিকা থেকে শনিবার নিখোঁজ হন নাজমুল। এ ঘটনায় পাহাড়তলী থানায় জিডি হয়।
জিডির সূত্র ধরে এক জনকে আটক করে র্যাব। পরে তার দেয়া তথ্য অনুযায়ী নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়। খোঁজ মেলে ছিনতাই হওয়া লেগুনার।
নাজমুল গোপালগঞ্জ জেলার ব্রাহ্মণডাঙ্গা এলাকার মজনু শেখের ছেলে।