বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিশোরগঞ্জে পাঁচ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

  •    
  • ১০ নভেম্বর, ২০২০ ১৭:২২

স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের সনদপত্র নবায়ন না করা, অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

নানা অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সহায়তায় কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। 

সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, শিখা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, আপন ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, আল ছাফী ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার ও হাজী ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর ও পরিবেশ অধিদফতরের সনদপত্র নবায়ন না করা, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, র‌্যাবের কোম্পানি কমান্ডার এম শোভন খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো খবর