নানা অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের সহায়তায় কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, শিখা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, আপন ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, আল ছাফী ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার ও হাজী ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর ও পরিবেশ অধিদফতরের সনদপত্র নবায়ন না করা, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, র্যাবের কোম্পানি কমান্ডার এম শোভন খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।