তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ফেনসিডিল বেচাকেনা করতেন।
১৩৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পাবনা র্যাব-১২ ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, ঈশ্বরদী মহাসড়কের মজিদপুর শর্ফিক ফিড মিলসের সামনে থেকে মাদক ব্যবসায়ী আক্তার হোসেন ও মাসুদ রানাকে ১৩৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতল। ছবি: নিউজবাংলা
র্যাব আরো জানায়, আটক করা আসামিরা জানান, তারা অনেক দিন ধরে বিভিন্ন এলাকায় ফেনসিডিল বেচাকেনা করে আসছেন।
আসামিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।