বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চার বছরেও শুরু হয়নি মহাবিদ্যালয়ের নির্মাণকাজ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ নভেম্বর, ২০২০ ১৩:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫-১৬ অর্থ বছরে নড়াইলের মহাবিদ্যালয়ের নাম করেন প্রকৌশলী খান হাতেম আলী ইঞ্জিনিয়ারিং কলেজ। ৪ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

চার বছর আগে একনেক সভায় অনুমোদন ও অর্থ বরাদ্দ দেয়া হয় নড়াইল প্রকৌশল মহাবিদ্যালয়ের। কিন্তু জমি অধিগ্রহণ না হওয়ায় মহাবিদ্যালয়ের নির্মাণকাজ শুরু করা যায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫-১৬ অর্থ বছরে নড়াইলের মহাবিদ্যালয়ের নাম করেন প্রকৌশলী খান হাতেম আলী ইঞ্জিনিয়ারিং কলেজ। ৪ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।

জমি অধিগ্রহণে ২ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। শ্রেণিকক্ষ, অফিস, আসবাবপত্র, হোস্টেল, ল্যাবরেটরি, গাড়ি ইত্যাদি খাতে ১ কোটি টাকা দেয়া হয়।

প্রাথমিক পর্যায়ে এখানে বহুতল প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবন, পাঁচ শ আসনের ছাত্র-ছাত্রী হোস্টেল, ল্যাবরেটরি, মসজিদ, অধ্যক্ষ ও স্টাফ কোয়ার্টার, অভ্যন্তরীণ সড়ক, সীমানা প্রাচীর ইত্যাদি নির্মাণ করা হবে।

প্রাথমিকভাবে এখানে চারটি বিভাগ- সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কলেজটি চালু হবে।

নড়াইল শিক্ষা অধিদফতরের সহকারী প্রকৌশলী মো. আশরাফুল হক নিউজবাংলাকে জানান, কলেজটি নির্মাণের জন্য জেলা প্রশাসন নড়াইল-কালনা সড়কের মালিবাগ এলাকার সীমাখালি-বোড়াবাদুড়িয়া মৌজায় ৮ একর জমি নির্ধারণ করে। কিন্তু স্থানীয় বাসিন্দারা এখানে কলেজ নির্মাণে বিরোধিতা করলে নির্মাণ কাজ পিছিয়ে যায়। ভালো জায়গা না পাওয়ায় এখানেই কলেজ নির্মাণ কাজের সিদ্ধান্ত হয়। জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ৯ জনের জমি নিয়ে টাকা দেয়া হয়েছে।

জেলা প্রশাসক আনজুমান আরা জানান, ‘জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা ছিল। এখন সে সমস্যা নেই। জমির মালিকদের ৭ ধারা নোটিশ দেওয়া হয়েছে। আশা করছি, আগামি এক মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হবে।’

এ বিভাগের আরো খবর