যশোরে নিজ জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার নিহতের বাবার করা মামলায় বিকেলে শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম ও সাদ্দাম হোসেন নামে তিন জনকে গ্রেফতার করে চৌগাছা থানা পুলিশ।
এর আগে রোববার গভীর রাতে জেলার চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রাম থেকে পিপুল হোসেন নামে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।
পিপুলের বাবা সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার ছেলেকে শরিফুল, আরিফুল ও সাদ্দাম এরাই মেরেছে। ধান কাটার মৌসুমে ওদের ছাগলে আমাদের ক্ষেতের ধান নষ্ট করে। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের ঝামেলা চলছিল। রোববার দুপুরেও এ নিয়ে তাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, রোববার সকালে ধান কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি পিপুল। পরে পরিবারের লোকজন বাড়ির পাশের ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান।
তিনি আরও জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সোমবার সকালে নিহতের বাবা গ্রেফতার তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েক জনের নামে মামলা করেন।