সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নির্ধারিত জায়গায় না রেখে নিজের ব্যক্তিগত গুদামে মজুদ করার অভিযোগ উঠেছে পাবনা বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানার বিরুদ্ধে।
তিনি কোনো লিখিত আবেদন ছাড়াই সরকারি ৪৯৭ বস্তা চাল তার ব্যক্তিগত গুদামে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসি (ল্যান্ড) মাহবুব হাসান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগের সত্যতাও পেয়েছি। তিনি চাল রাখার স্থান পরিবর্তনের জন্য কোনো আবেদন করেননি। আর অনুমোদন ছাড়া তিনি জায়গা পরিবর্তন করতে পারেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার চাকলা ইউনিয়নের বাগজান গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির একজন ডিলার।
উপজেলা নির্ধারিত স্থান হিসেবে সরকারি চাল রাখার কথা চাকলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুশিয়ারা বাজারের ছোলাইমান আলীর ঘরে। কিন্তু নির্ধারিত স্থান পরিবর্তন করে বাগজান ৮ নম্বর ওয়ার্ডের মোতালেব চৌকিদারের বাড়ি সংলগ্ন নিজের ব্যক্তিগত গুদামে ৪৯৭ বস্তা চাউল মজুদ করেন মাসুদ রানা।
এ বিষয়ে তিনি উপজেলা প্রশাসনের কাছে কোনো লিখিত আবেদন করেননি বা অনুমতি নেননি।
মাসুদ রানার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থান পরির্বতনের জন্য উপজেলা খাদ্য অধিদফতর বরাবর আবেদন করেছি। বিষয়টি অফিসের অবহেলায় এখনও অনুমোদন পাইনি।’
অনুমোদন না পেয়ে চাল রাখার স্থান পরিবর্তন করতে পারেন কি না জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির নীতিমালা অনুযায়ী অনুমোদিত সরকারি চাল রাখার শর্ত তিনি ভঙ্গ করেছেন। সে বিষয়ে আমরা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করব।’