সোমবার বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক এ দণ্ড দেন।
মৌলভীবাজারের কমলগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে নির্মল চন্দ্র সম্ভু (২৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক এ দণ্ড দেন।
পুলিশের ভাষ্য, দুপুরে কমলগঞ্জের ভানুগাছ বাজারের কাছে মাধবপুর সড়কে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা সম্ভুকে ধরে থানায় খবর দেয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডিত নির্মলের বাড়ি কমলগঞ্জের দক্ষিণ কুমড়াকাপন গ্রামে।