ঢাকার সাভারে গুলি করে প্রবাসীর টাকা ছিনতাইয়ের ঘটনায় ‘হোতাকে’ পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাত একটার দিকে রাজধানীর পল্লবী থানার বাউনিয়াবাধ এলাকা থেকে গোলাম মোস্তফা শাহীনকে (৫০) গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৪ এর মিডিয়া কো-অর্ডিনেটর ও সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, দস্যুতা ও হত্যাসহ নিয়মিত মামলা রয়েছে।
এ পর্যন্ত এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হলো। সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনিবার তিন জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: গুলি করে ছিনতাই: সিসিটিভিতে ধরা ‘ডাকাতচক্র’
২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ইতালি প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ ও তার স্ত্রী সুমা আক্তার ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা তুলে ট্যাক্সি ক্যাব ভাড়া করে বাড়ি ফিরছিলেন। তাদের গাড়ি ভাকুর্তা লোহার ব্রিজ পার হতেই পাঁচটি মোটরসাইকেল পথরোধ করে।
ভুক্তভোগীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে ১০ জন ছিনতাইকারী আসে। তারা এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে আমানুল্লাহর বাম পায়ে গুলি লাগে। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আমানুল্লাহকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সুমা আক্তার বলেন, ‘ছিনতাইকারীদের আমরা ব্যাংকের ভেতরে বসে থাকতে দেখেছি। এদের মধ্যে কয়েকজন আশপাশে ঘোরাফেরাও করেন। মূলত সেখান থেকেই তারা আমাদের পিছু নেয়।’
- আরও পড়ুন: সাভারে আবার ছিনতাই, পায়ে গুলি
ওই রাতেই সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী।