লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে সাবেক লাইব্রেরিয়ান আবু ইউনুছ মো. শহীদুন্নবী জুয়েল হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে বুড়িমারী এলাকা হতে তাদের গ্রেফতার করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
ওই দুই জন হলেন রবিউল ইসলাম ও সুজন মিয়া।
এ নিয়ে নবম দফায় গ্রেফতার করা হলো ৩১ জনকে।
হত্যা মামলায় ডিবির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহমুদুন্নবী এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, রবিউল ও সুজনকে দুপুরে আদালতে পাঠাবে পুলিশ।
শহীদুন্নবী হত্যার ঘটনায় নয় জনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এর বিচারক বেগম ফেরদৌসী বেগম।
এসআই মাহমুদুন্নবী জানান, প্রধান আসামি আবুল হোসেনকে সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এ তোলা হবে।
গত ২৯ অক্টোবর বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ পড়তে গিয়েছিলেন শহীদুন্নবী জুয়েল। একজন বন্ধুও তার সঙ্গে ছিলেন। তারা কোরআন অবমাননা করেছেন গুজব ছড়িয়ে দেয়ার পর সেখানে যায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। তাদের উপস্থিতিতে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহ টেনে নিয়ে আগুন দেয়া হয়।