মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ২০ মের মধ্যে অনলাইনে ফরম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদের সংখ্যা ৫০টি। চাকরির ধরন ফুল টাইম। শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে হতে পারে।
আগ্রহী প্রার্থীকে যেকোনো বিষয়ে বিএ, সম্মান অথবা মাস্টার্স পাস হতে হবে। দক্ষ ও স্থানীয় প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে যারা ইলেকট্রনিক পণ্য-সম্পর্কিত পেশার সঙ্গে আগে থেকেই যুক্ত আছেন শুধু তারাই আবেদন করতে পারবেন।
প্রার্থীকে বিজনেস ডেভেলেপমেন্ট, করপোরেট মার্কেটিং, কাস্টমার সাপোর্ট অথবা সেলস বিষয়ে ৩ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে। এর সঙ্গে টিএ, মোবাইল ফোন বিল, পারফরম্যান্স বোনাস ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা থাকবে।
আবেদন করার জন্য প্রার্থীকে আগে নিজের গুগল অ্যাকাউন্টে ঢুকতে হবে। তারপর এখানে ক্লিক করলে যে ফরমটি আসবে, সেটি পূরণ করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই আবেদন করা হয়ে যাবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।