বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাইলাইটস করা চুলের যত্ন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ নভেম্বর, ২০২০ ১৩:২৪

হেয়ার হাইলাইটস হলো চুলের কিছু অংশকে পছন্দমতো গাঢ়- উজ্জ্বল অথবা হালকা রঙ দেয়া। হাইলাইটস করার মাধ্যমে চুলে বৈচিত্র্য আনেন হেয়ার এক্সপার্টরা।

চুল হাইলাইটসের ফ্যাশন ট্রেন্ডে একচেটিয়া রাজত্ব যেন তরুণ-তরুণীদেরই। তাদের পছন্দকে প্রাধান্য দিয়ে স্টাইল ঠিক করেন হেয়ার স্টাইলিস্ট বা রূপ বিশেষজ্ঞরা। হাল ফ্যাশনের এই রঙিন চুল দৃষ্টি কাড়ে সহজেই। স্বাভাবিক চুল আরও বেশি আর্কষণীয় ও ফ্যাশনেবল দেখানোয় হাইলাইটস পছন্দ করছেন এখন অনেকেই।

হেয়ার হাইলাইটস হলো চুলের কিছু অংশকে পছন্দমতো গাঢ়- উজ্জ্বল অথবা হালকা রঙ দেয়া। হাইলাইটস করার মাধ্যমে চুলে বৈচিত্র্য আনেন হেয়ার এক্সপার্টরা। হাইলাইটস করার সময় গ্রাহকের চাহিদা ও রুচি অনুযায়ীই কাজটা করা হয়। তবে লক্ষ্য রাখা হয় ত্বক, চুল ও চোখের রঙের ওপর। মানানসই গাঢ় বা হালকা রঙের হাইলাইটস করা হয়।  

 

হাইলাইটস বিষয়ক সমস্যা সমাধানের জন্য নিউজবাংলার পাঠকের জন্য কিছু টিপস দিয়েছেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান।

হাইলাইট টিপস্ :

হাইলাইটস করানোর জন্য ভালো কোনো রূপ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। কেননা একজন বিশেষজ্ঞই আপনাকে আপনার পছন্দ ও চাহিদা অনুযায়ী পরামর্শ দিতে পারবেন।

আপনার মুখের পাশের কাটা চুলে, যেমন মাথার সামনের অংশে যদি ব্যাঙস অথবা লেয়ার্স করা থাকে সেখানে হালকা রঙের কিছু হাইলাইটস করে নিলে আপনার গায়ের রং আরো বেশি উজ্জ্বল দেখাতে পারে।

হাইলাইটস করার দুই দিন আগে শ্যাম্পু করুন। একদিন বিরতি দিয়ে হাইলাইটস করালে রঙ সুন্দর করে বসবে।

পুরো চুলেই যদি হালকা রং করাতে চান, সে ক্ষেত্রে পুরো চুলেই হাইলাইটস দিয়ে ব্রাশ করে নিতে হবে, বিশেষ করে সামনের দিকের কাটা অংশের চুলে।

স্বাভাবিক চুলের রঙের তুলনায় হাইলাইটস ২/৩ স্তর হালকা বা গাঢ় হতে পারে।

আপনার চুলের সাথে ত্বক, চোখের ও চুলের সাথে মিলিয়ে কোন রঙের হাইলাইটস নিতে হবে হেয়ার স্টাইলিস্টের সাথে কথা বলে জেনে নিন।

লেয়ার্স করা চুলে হাইলাইটস বেশি মানায়।

এই হাইলাইটেড চুল লিভ-ইন কন্ডিশনার দিয়ে কন্ডিশন করুন।

হাইলাইটস করা চুলের যত্ন নেয়ার সহজ পদ্ধতিগুলো হেয়ার এক্সপার্টের সঙ্গে কথা বলে জেনে নিন।

হাইলাইটস করা চুল নিয়ে সূর্যের আলোতে কম যাওয়া, চুলে লেবুর রস না লাগানো এবং  নিয়মিত কন্ডিশনার ব্যবহার করার কথা তারা বলতে পারেন।

এ বিভাগের আরো খবর