অস্ট্রেলিয়ার রেইস দিয়ে মৌসুম শুরু হওয়ার কথা ১৯ মার্চ। দেশটিতে সাম্প্রতিক কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে ফরমুলা ওয়ান অ্যাসোসিয়েশন (এফওয়ান) আসরটি পিছিয়ে ১৯ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
ফরমুলা ওয়ান রেসিংয়ের নতুন মৌসুম শুরু আগেই এলো বড় ধাক্কা। মৌসুমের প্রথম রেস হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ান গ্রা-প্রিঁ স্থগিত করা হয়েছে কোভিড মহামারির কারণে।
একই সঙ্গে স্থগিত করা হয়েছে বছরে তৃতীয় আসর চাইনিজ গ্রাঁ-প্রিঁও। বাহরাইন গ্রাঁ-প্রিঁ দিয়ে শুরু হচ্ছে মৌসুম।
অস্ট্রেলিয়ার রেইস দিয়ে মৌসুম শুরু হওয়ার কথা ১৯ মার্চ। দেশটিতে সাম্প্রতিক কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে ফরমুলা ওয়ান অ্যাসোসিয়েশন (এফওয়ান) আসরটি পিছিয়ে ১৯ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
মৌসুমের তৃতীয় রেইস হওয়ার কথা ছিল চীনে। ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আসরটিও স্থগিত করা হয়। তবে, সেটির নতুন কোনো তারিখ এখনও ঘোষণা করেনি এফওয়ান।
কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়া ও চীনের সরকার তাদের দেশে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে।
যার ফলে, বাহরাইনের রেইস দিয়ে ২৬ মার্চ শুরু হচ্ছে মৌসুম। আর চীনের রেইসের বদলে ইতালির ইমোলাতে বাড়তি একটি রেইস যোগ করা হয়েছে। যেটি শুরু হচ্ছে ১৬ এপ্রিল।
গত বছর কোভিডের কারণে ব্যহত হয় ফরমুলা ওয়ানের সূচি। মৌসুমের ২২টি রেইসের মধ্যে ১৭টি অনুষ্ঠিত হয়। ২০২১ সালে এফওয়ান রেকর্ড ২৩টি রেইস আয়োজন করার আশা করছে।
2021 CALENDAR UPDATE
— Formula 1 (@F1) January 12, 2021
🇧🇭 Season starts in Bahrain 26-28 Mar
🇦🇺 Australia moves to 19-21 Nov
🇮🇹 Imola returns 16-18 Apr; China discussions ongoing
Dates of Brazil, Saudi Arabia and Abu Dhabi races all change#F1 pic.twitter.com/4QoP0gKKsA
মন্তব্য