বিনোদন | Entertainment-এর মুখ্য উদ্দেশ্য মনোরঞ্জন বা আনন্দ দেয়। গল্প, চলচ্চিত্র, নাটক, বই, কবিতা, নৃত্য, কমিক বা গেমের মাধ্যমে মানুষকে আনন্দ বা বিনোদন দেয়া হয়। গঠনমূলক বিনোদন মানুষের দৃষ্টিভঙ্গি ও চিন্তা-ভাবনার পরিবর্তন করে। আধুনিক যুগে বিনোদনশিল্প এ ধারাকে বহুগুণ ত্বরান্বিত করেছে। বিনোদনের খবর, ছবি, ভিডিও ও সর্বশেষ আপডেট খবর জানতে ভিজিট করুন নিউজবাংলার বিনোদন পাতায়।