পাসপোর্ট হলো একটি দেশের সরকারকর্তৃক জারিকৃত ভ্রমণ নথি। পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমনের সময় ব্যাক্তির পরিচয় বা জাতীয়তা যাচাইকরণে মুখ্য ভূমিকা পালন করে। পাসপোর্ট রাংকিং এর দিক থেকে বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট এর অবস্তান ৯৭তম। পাসপোর্ট সম্পর্কিত সব খবর, ছবি ও সর্বশেষ আপডেট নিউজ জানতে ভিজিট করুন নিউজবাংলার পাসপোর্ট পাতায়।