সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম (ডানে), রিপন সরদার ওরফে রায়হান ইসলাম (ডান থেকে দ্বিতীয়), পরিদর্শক আল আমিন তালুকদার (ডান থেকে তৃতীয়)। ছবি: নিউজবাংলা
২০১৯ সালে চাঁদাবাজির মামলায় সাভার বাজার স্ট্যান্ড এলাকা থেকে অ্যারেস্ট হন রিপন সরদার নামে একজন। নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয়ে দিয়ে বেড়ালেও সংগঠনে পদ নেই। গত রোববার তিনি জন্মদিন উদযাপন করেন সাভার মডেল থানায়। এক ইন্সপেক্টর তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান, একজন কেক তুলে খাইয়ে দেন।
দুই বছর আগে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার এক যুবক কেক কেটে ঘটা করে জন্মদিন উদযাপন করলেন সাভার মডেল থানায়। তিনি নিজেকে পরিচয় দেন ছাত্রলীগ নেতা হিসেবে, যদিও সংগঠনে তার কোনো পদ নেই।
তার নাম রিপন সরদার। যদিও তার ফেসবুক আইডি রায়হান ইসলাম নামে। এই আইডিতে জন্মদিন উদযাপনের ছবিও পোস্ট করা হয়। বিতর্ক তৈরি হলে তা অপসারণ করে ফেলা হয়।
ঘটনাটি ঘটেছে রোববার। থানায় ইন্সপেক্টরের অফিসকক্ষে এই কেক কাটার সময় রিপনকে অভ্যর্থনাও জানান ইন্সপেক্টর পদমর্যাদার দুই কর্মকর্তা। তার মুখে কেক তুলে খাইয়ে দেয়া হয়।
সেদিন রিপনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। আরেক পরিদর্শক (অপারেশনস) আল আমিন তালুকদার রায়হানকে কেক মুখে তুলে খাইয়েছেন।
ওই যুবকের সঙ্গে দুই ইন্সপেক্টরের কী সম্পর্ক তা নিয়েও কথা উঠেছে। যদিও তারা দাবি করেছেন আগে থেকে তাকে চিনতেন না।
সমালোচনা শুরু হলে ওই দুই ইন্সপেক্টর এখন বলছেন, রিপনের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আছে, সেটা তারা জানতেন না। সরল বিশ্বাসে এই কাজ করেছেন তারা।
তবে এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ প্রশাসন থেকে দুই ইন্সপেক্টরকে সতর্ক করে দেয়া হয়েছে।
রিপন সরদার ওরফে রায়হান ইসলাম সাভারের দিলখুশাবাগ এলাকার মো. গুলজারের ছেলে। নিজের ফেসবুক ওয়ালে নিজেকে ৭নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দাবি করেন।
রোববার রাতে রায়হান ইসলাম নামে ফেসবুক আইডি থেকে এই ছবি পোস্ট করা হয়। এ নিয়ে সমালোচনা তৈরি হলে পরে পোস্টটি ডিলিট করে দেয়া হয়।
কখনও ছাত্রলীগ নেতা আবার কখনও কর্মী পরিচয়দানকারী রায়হান মূলত ফুটপাতে চাঁদাবাজি মামলার আসামি। এটা তিনি নিজেই জানিয়েছেন। তবে তার বিরুদ্ধে মামলার বিষয়ে জানা নেই বলে জানিয়েছেন জন্মদিন উদযাপনকারী দুই ইন্সপেক্টর।
ফেসবুক পোস্ট ডিলিট করে এখন জন্মদিন উদযাপনের কথাও অস্বীকার করছেন রিপন সরদার। নিউজবাংলাকে তিনি বলেন, ‘না তো ভাই, এরকম কিছু তো হয় নাই। আপনারে কে বলছে ভাই? ফেসবুকে ভালো করে আমার টাইমলাইনে যায়া দেখেন। ওইখানে আমার ছবি দেয়া আছে কি না। কিংবা আমি ছাড়ছি কি না। হয়ত বা কেউ এডিট করতে পারে। আপনি একটু ভালো করে বিষয়টা যাচাই করেন ভাই।’
তিনি বলেন, ‘ঘটনা সত্য হচ্ছে ভাই এটাই, আমার সঙ্গে একটা মানুষের সম্পর্ক থাকলে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারি। এখন এটা যদি আপনারা সমালোচনার দিকে নেন তাহলে ওটা ওইভাবেই হবে।’
নিজেকে যে ছাত্রলীগ নেতা পরিচয় দেন, সংগঠনে আসলে কোনো পদ আছে?- জানতে চাইলে তিনি বলেন, ‘না ভাই আমি কোনো লীগ করি না। আমি একজন সাধারণ মানুষ। এই আমার পরিচয়। আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। এবার আমি ৭নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি প্রার্থী। এ ছাড়া আমার কোনো পরিচয় নাই ভাই।’
২০১৯ সালে চাঁদাবাজির মামলায় সাভার বাজার স্ট্যান্ড এলাকা থেকে অ্যারেস্ট হন। তখন তিন দিন জেলও খাটেন তিনি।
তিনি বলেন, ‘২০১৯ সালে একটা মামলা ছিল। এজাহারের মধ্যে আমার নামটা ঢুকায় দিছে। আমি জানতাম না। আমি সাভার স্ট্যান্ডে বসে ছিলাম। আমার সাথে ৫-১০ জন লোক ছিল। পুলিশ প্রায় ১০-১২ জন, তারা ঘেরাও করছে। তিন দিন জেলে ছিলাম। ’
জন্মদিন উদযাপনের বিষয়ে সাভার মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন্স) আল আমিন তালুকদার বলেন, ‘ওই যে, তদন্ত স্যারের রুমে আসছিল। বলল যে, স্যার আমার জন্মদিন। স্যারে আমারে ডাকল, আমি গেলাম। একটা ফুলের শুভেচ্ছা দিল স্যাররে, এই।’
থানায় কর্মকর্তার রুমে একজন আসামির কেক কাটা কতটুকু সমীচীন এমন প্রশ্নে বলেন, ‘এটা আসলে আমি বুঝতে পারি নাই যে কার জন্মদিন বা কী বিষয়আসয়। ওকে আমি চিনিও না। ওর সঙ্গে অতটা রিলেশনও নাই।’
সাভার মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘একটা মানুষ যদি কেক আইনা কয়, ভাই, আমার জন্মদিন কেকটা একটু কাইটা দেন, এই আরকি। দুই-তিনজনে সুপারিশ করল, এই জন্য করলাম। আসলে এগুলা যদি জানতাম যে ফেসবুকে দেবে পরিচিত হলেও আমি দিতাম না।'
তিনি বলেন, ‘আমার নিজের ছবিই কোনোদিন ফেসবুকে দেই নাই। আমার পার্সোনাল বিষয় ওগুলা কেন দেবো?’
‘প্ল্যান প্রোগ্রাম থাকলে হয়ত বিষয়টা বুঝতে পারতাম। হুট কইরা আইসা বলতেছে, আমার জন্মদিন কেকটা কাইটা দেন। আসলে মানবতা দেখাইতে যায়া যদি এগুলা হয় তাহলে তো এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই’-বলেন এই পুলিশ কর্মকর্তা।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-হিল কাফি নিউজবাংলাকে বলেন, ‘যদি এরকম হয়ে থাকে তাহলে দুই কর্মকর্তা ঠিক কাজ করে নাই। প্রবলেম হইছে ফ্লাওয়ার কালচার এত ভয়াবহ হইছে, সেটা আসলে বলার মতো না। আর ছবি তোলার কালচারটাও ভয়াবহ। সাহেদের (করোনার ভুয়া সনদ দেয়ার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক) ছবি কার সঙ্গে নাই বলেন? বাংলাদেশ ছাড়িয়ে ইন্ডিয়াতে চলে গেছে।’
তবে এই ঘটনায় দুই কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে- এমনটাও জানান অতিরিক্ত পুলিশ সুপার। বলেন, ‘কারও সঙ্গে ছবি তুলতে হলে দেখেশুনে ভেবে তোলা উচিত।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন, সব মিলিয়ে টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণটিকা প্রয়োগের ১৬ দিনে সারা দেশে টিকা নিয়েছেন ২৮ লাখের বেশি মানুষ।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন, সব মিলিয়ে টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন এবং নারী ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন।
এ সঙ্গে যোগ হবে আরও ৫৬৭ জন, যাদের গণটিকার আগে ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ২৭ জনসহ এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ৬৯৬ জনের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এসব মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া। কারও সামান্য জ্বর হয়েছে কিংবা বমি হয়েছে।
৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকা দেয়া শুরু হয়। এরপর টানা চার দিন ধরে বাড়তে থাকে টিকা নেয়া মানুষের সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ঢাকার ৪৭টি এবং ঢাকার বাইরে ৯৫৫টি স্বাস্থ্যকেন্দ্রে চলে টিকা কার্যক্রম। ১৬ দিনে জেলাভিত্তিক সবচেয়ে বেশি টিকা দেয়া হয়েছে ঢাকায়। সবচেয়ে কম দেয়া হয়েছে শেরপুরে।
২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ৩০ হাজার ৩৫১ জন। ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ৬৩ হাজার ২৪৪ জন। আর রাজধানীতে ১০ জনসহ ঢাকা বিভাগে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ১৪ জনের।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে টিকা দেয়া হয়েছে ৩৩ হাজার ৮৬৭ জনকে। এই বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।
রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ১৮ হাজার ২১৬ জন। এখানে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো খবর নেই।
খুলনা বিভাগে ২৬ হাজার ১৮৬ জনকে টিকা দেয়া হয়। এই বিভাগে একজনের মধ্যে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া।
বরিশাল বিভাগে টিকা দেয়া হয়েছে ৮ হাজার ৫১ জনকে। এই বিভাগে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে।
সিলেট বিভাগে টিকা দেয়া হয়েছে ৭ হাজার ৯৪১ জনকে। এদের মধ্যে একজনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।
ময়মনসিংহ বিভাগে টিকা দেয়া হয় ৭ হাজার ২৩৩ জনকে। এই বিভাগে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর নেই।
রংপুর বিভাগে টিকা নিয়েছেন ১৬ হাজার ৭০১ জন। এই বিভাগে একজনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৃহস্পতিবার কমলাপুরে দুটি ও বিমানবন্দর রেলস্টেশনে মোট তিনটি পাবলিক টয়লেট নির্মাণ ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়।
যাত্রী নিরাপত্তা ও যথাসময় রেল চলাচল নিশ্চিত করতে ডবল লাইন নির্মাণ করা জরুরি বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, ‘একটি লাইন থাকার কারণে ট্রেনের গতি যেমন বাড়ানো সম্ভব হচ্ছে না, তেমনি যাত্রীদের কাঙ্ক্ষিত সেবাও দেয়া যাচ্ছে না।’
বৃহস্পতিবার রেলভবনে পাঁচটি রেলস্টেশনের আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ এবং সংস্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ কাজে বাংলাদেশ রেলওয়েকে সহযোগিতা করছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ। এ ব্যাপারে রেল মন্ত্রণালয়ের সঙ্গে ওয়াটার এইডের বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক সই হয়।
রেলমন্ত্রী বলেন, ‘যাত্রীসেবার মান বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন রুটে ডবল লাইন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্টেশন সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। প্ল্যাটফরমের উচ্চতা বাড়ানো হচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এলে পুলিশ ব্যারিকেড দেয়। ছবি: নিউজবাংলা
শনিবারের মধ্যে স্থগিত পরীক্ষা নেয়ার লিখিত নোটিশ প্রকাশ না করা হলে রোববার থেকে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরুর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে কর্মসূচি থেকে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া না হলে এবং শনিবারের মধ্যে স্থগিত পরীক্ষা নেয়ার লিখিত নোটিশ প্রকাশ না করা হলে রোববার থেকে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা ।
এর আগে বৃহস্পতিবার সকালে একই দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থামিয়ে দেয় পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সকালে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের থামিয়ে দেয়।
ওই সময় শিক্ষার্থীরা সেখানেই অবস্থান নিয়ে পরীক্ষা চালুর দাবিতে ‘এক শিক্ষায় দুই নীতি চলবে না’, ‘শিক্ষা নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘সাত কলেজের জয়ের মালা আমাদের কেন অবহেলা’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় মিছিলের মাঝখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়৷ তবে পুলিশের দাবি, এরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এরা বিইউপির শিক্ষার্থী৷
আমানুল্লাহ নামের এক শিক্ষার্থী বলেন, ‘করোনা কি শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, সাত কলেজের জন্য না? আমরা আমাদের অধিকার আদায়ে এখানে এসেছি।’
তিনি বলেন, ‘আমরা তিন বছর অনার্স চতুর্থ বর্ষে। আমরা এটির শেষ চাই।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আদায় করেছে তাদের অধিকার। কিন্তু আমরা আন্দোলন করিনি, তাই আমাদের পরীক্ষা সচল করা হচ্ছে না। তাই আমরা আজকে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’
পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের দাবি যৌক্তিক৷ পরীক্ষার জন্য আন্দোলন নজিরবিহীন। আপনারা যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের সাথে দেখা করতে পারেন, সে ব্যবস্থা আমাদের পক্ষ থেকে করা হবে।’
এ সময় তিনি আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয়ারও আশ্বাস দেন।
পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা পাবলিক লাইব্রেরির সামনে থেকে তাদের অবস্থান সরিয়ে নিলেও ফের শাহবাগ থানার সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীরা বলছেন, তাদের আটক সহপাঠীদের ছেড়ে না দেওয়া পর্যন্ত এবং আগামী ৫ মার্চের মধ্যে স্থগিত হওয়া দুটি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এ সময় শিক্ষার্থীরা থানার পাশে অবস্থান নিয়ে পরীক্ষা চালু ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷ একপর্যায়ে পুলিশ এসে বাঁশি ফুঁ দিয়ে তাদের সরিয়ে দেয়।
এর আগে শাহবাগে জড়ো হওয়ার চেষ্টাকালে পুলিশ অন্তত ১০ শিক্ষার্থীকে আটক করে। তাদের মধ্যে সাতজনের নাম জানা গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়। পরীক্ষা চলার কথা ছিল ২৩ মার্চ পর্যন্ত।
আর ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয়।
২২ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সিদ্ধান্তের আলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে।
তবে ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মে থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাও শুরু হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশ নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।
বনানী থানার উপপরিদর্শক ইয়াসিন হোসেন নিউজবাংলাকে জানান, বুধবার রাতে বনানীর স্টার কাবাবের পাশ চার থেকে পাঁচ জন যুবক ১৪ বছর বয়সি শাকিলের বুকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে মো. শাকিল নামের এক কিশোর নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে দশটার দিকে বানানী স্টার কাবাবের পাশের রাস্তায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপপরিদর্শক ইয়াসিন হোসেন নিউজবাংলাকে জানান, বুধবার রাতে বনানীর স্টার কাবাবের পাশ চার থেকে পাঁচ জন যুবক ১৪ বছর বয়সি শাকিলের বুকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এই ঘটনায় নিহতের বাবা বনানী থানায় মামলা করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাকিলের বাবা জসিম জানান, কড়াইল বস্তিতে থাকেন তারা। তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। শাকিল বনানীর স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গতকাল রাতে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় বলে জানান তিনি।
রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে সেতু ৬ নামে একটি জাহাজ নোঙর করা এমভি বোরহান সরদার ১ জাহাজকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে চলে যায়। ধাক্কায় তাদের জাহাজটির তলা ফেটে পানি উঠতে শুরু করে।
মেঘনা নদীতে ডুবে যাওয়া জাহাজের একজন নাবিকের ৯৯৯-এ ফোন কলে নদীতে ভাসমান অবস্থায় ১১ নাবিককে উদ্ধার করেছে নৌপুলিশ।
৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এমভি বোরহান সরদার-১ নামে একটি সিমেন্ট ক্লিংকারবাহী লাইটার জাহাজ ১১ জন নাবিকসহ চট্টগ্রাম বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল বুধবার সকালে।
মেঘনা নদীর লক্ষ্মীপুরের রামগতি গজারিয়ার চর এলাকায় যখন তারা পৌঁছায়, তখন রাত নেমে আসে। নদীতে তখন কুয়াশার কারণে তাদের দৃষ্টিসীমা কমে গিয়েছিল। সেখানে নোঙর করে রাত কাটিয়ে সকালে রওনা দেয়ার সিদ্ধান্ত নেন তারা।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার কারণে দিগ্ভ্রান্ত হয়ে সেতু-৬ নামে একটি জাহাজ তাদের নোঙর করা জাহাজকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে চলে যায়। ধাক্কায় তাদের জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে। কুয়াশার কারণে চারপাশে পরিষ্কার কিছুই দেখা যাচ্ছিল না।
নাবিকরা বাঁচাও বাঁচাও বলে অনেক চিৎকার করলেও মাঝরাতে মাঝনদীতে কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি। ইতিমধ্যে এক ঘণ্টা কেটে গেছে। রাত তখন সাড়ে ১২টা। জাহাজে পানি উঠে এক পাশ কাত হয়ে গেছে, যেকোনো সময় পুরো জাহাজ ডুবে যেতে পারে। হঠাৎ মো. সোহেল নামে এক নাবিকের মনে হলো শেষ চেষ্টা হিসেবে ৯৯৯-এ ফোন করে দেখা যাক।
আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ যখন মো. সোহেলের ফোন কলটি রিসিভ করে, রাত তখন ১টা বাজতে ১ মিনিট বাকি। ৯৯৯ তাৎক্ষণিকভাবে নৌপুলিশের নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানায়। নৌপুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি লক্ষ্মীপুরের বড়খেরী নৌপুলিশ ফাঁড়িকে জানানো হয়। ঘটনাস্থল বড়খেরী নৌপুলিশ ফাঁড়ি থেকে নৌপথে ১২ থেকে ১৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
খবর পেয়ে বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির একটি দল উদ্ধারকারী নৌযান নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় রাত ২টার দিকে। কিন্তু কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় তাদের যথেষ্ট সাবধানে ও ধীরে নৌপথে অগ্রসর হতে হয়েছে। অবশেষে ভোর ৫টার একটু পরে মেঘনা নদী থেকে একটি মাছ ধরা ট্রলারের সহযোগিতায় নদীতে লাইফ জ্যাকেট পরা ভাসমান অবস্থায় ১১ জন নাবিককে উদ্ধার করা হয়।
এমভি বোরহান সর্দার-১ সম্পূর্ণরূপে ডুবে গেছে। উদ্ধার করা নাবিকদের নিরাপদে তীরে নিয়ে আসা হয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন।
রাতে র্যাবের একটি দল রাজধানী এলাকায় টহল করার সময় খবর আসে, একটি বাসায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে। তাৎক্ষণিকভাবে দলটি পশ্চিম নাখালপাড়ার ওই বাড়িতে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী কিশোরকে গ্রেপ্তার করে।
রাজধানীর তেজগাঁও এলাকায় তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব।
তেজগাঁও থানা এলাকার পশ্চিম নাখালপাড়ায় বুধবার রাত সোয়া ১১টার দিকে ঘটনাটি ঘটে।
র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, রাতে র্যাবের একটি দল রাজধানী এলাকায় টহল করার সময় খবর আসে, একটি বাসায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে। তাৎক্ষণিকভাবে দলটি পশ্চিম নাখালপাড়ার ওই বাড়িতে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী কিশোরকে গ্রেপ্তার করে।
তিনি জানান, শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশু ও কিশোর পাশাপাশি বাসায় ভাড়া থাকে। একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে ওই কিশোর প্রায়ই শিশুটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার কক্ষে নেওয়ার চেষ্টা করত। ঘটনার দিন বাসা ফাঁকা পেয়ে শিশুটিকে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে কিশোর।
এ ঘটনায় শিশুটির মা কিশোরের বিরুদ্ধে মামলা করেন।
ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল।
২০১০ সাল থেকে এ বছর পর্যন্ত ফরিদপুরের এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বরকত ও রুবেল।
ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিপুল পরিমাণ সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এক দশকে ধনকুবের বনে যাওয়া এই দুই ভাইয়ের ৫ হাজার ৭০৬ বিঘা জমি ও ৫৫টি গাড়ি সরকারি নিয়ন্ত্রণে চলে আসবে। ব্যাংকে থাকা ৯ কোটি ৮৮ লাখ টাকাও জব্দ করা হবে।
গাড়ির মধ্যে রয়েছে, বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার।
২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে এই সম্পদ জব্দের আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।
শুনানি শেষে বিচারক আবেদন গ্রহণ করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল নিউজবাংলাকে তথ্যটি নিশ্চিত করেন।
দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের ২৬ জুন বরকত ও রুবেলের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।
এই দুই ভাইয়ের মধ্যে সাজ্জাদ হোসেন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ইমতিয়াজ হাসান রুবেল ছিলেন ফরিদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি। গ্রেপ্তারের পর দুই ভাইকেই অব্যাহতি দেয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২০১০ সাল থেকে এ বছর পর্যন্ত ফরিদপুরের এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বরকত ও রুবেল।
মাদক বিক্রি ও ভূমি দখলের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। অবৈধ অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে।
গত ১৮ জুন সিআইডি কর্মকর্তা মিরাজ আল মাহমুদকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়া হয়।
এই দুই ভাই আগে বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের হাত ধরে তারা আওয়ামী লীগে আসেন।
রাজবাড়ীতে ১৯৯৪ সালের ২০ নভেম্বর এক আইনজীবী খুন হন। সে হত্যা মামলার আসামি ছিলেন এই দুই ভাই।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই দুই ভাই অন্তত দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।
গত বছরের ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার হন ফরিদপুরে ত্রাস হয়ে উঠা দুই ভাই।
হামলার দুই দিন পর ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা করেন।
এরপর ৭ জুন রুবেল-বরকতসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য