20201002104319.jpg
20201003015625.jpg
ব্যারিস্টার রফিকের করোনা নেগেটিভ, অবস্থা অপরিবর্তিত

ব্যারিস্টার রফিকের করোনা নেগেটিভ, অবস্থা অপরিবর্তিত

আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডাক্তার নাহিদ ইয়াসমিন জানান, দুই ব্যাগ রক্ত দেয়ায় ব্যারিস্টার রফিক-উল হকের হিমোগ্লোবিন বেড়েছে। এ ছাড়া কম মাত্রায় অক্সিজেন দেয়া হচ্ছে তাকে।

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সোমবার আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডাক্তার নাহিদ ইয়াসমিন নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দুই ব্যাগ রক্ত দেয়ায় ব্যারিস্টার রফিক-উল হকের হিমোগ্লোবিন বেড়েছে। এ ছাড়া কম মাত্রায় অক্সিজেন দেয়া হচ্ছে তাকে।

নাহিদ বলেন, ‘গত শুক্রবার আমরা তার সিটি স্ক্যান করে মাইল্ড স্ট্রোকের রিপোর্ট পাই। এ কারণে তার বাম হাত অনেক দুর্বল ছিল। এখন তাকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে।’

রক্তশূন্যতা, প্রস্রাবের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতা নিয়ে ব্যারিস্টার রফিক-উল হক (৮৫) গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ভিআইপি কেবিনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়।

তিনি ডাক্তার রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে ছিলেন। শনিবার সকালে কিছুটা সুস্থ বোধ করায় তিনি বাসায় ফিরে যান।

ওই দিনই দুপুরে আবার অসুস্থ হলে পড়লে তাকে একই হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন।

তার চিকিৎসার জন্য অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য