আপডেট : ৮ আগস্ট, ২০২৫ ১৯:২৭
আমরা মানুষের দূর্বলতা কাজে লাগাতে চাই: ড. শফিকুল ইসলাম মাসুদ
 এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী প্রতিনিধি

আমরা মানুষের দূর্বলতা কাজে লাগাতে চাই: ড. শফিকুল ইসলাম মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নির্বাচন হচ্ছে ব্যালটের যুদ্ধ ।নবী রাসূলের জমানায় সরাসরি যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করেছে ।এখন তো আধুনিক যুগ ।আধুনিক যুগের হচ্ছে ব্যালটের যুদ্ধ।নির্বাচনটা সুধু নির্বাচন না ,এটা হচ্ছে আমাদের ব্যালটের যুদ্ধ ।

শুক্রবার (৮ আগষ্ট )দুপুর ১২টায় বাউফলের কালাইয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে কালাইয়া ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে কেন্দ্রভিত্তিক ছাত্রী ও মহিলা দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন তিনি।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এই যুদ্ধ আল্লাহ আমাদের প্রত্যেক ভাই -বোনদের জন্য ফরজ করেছে ।সুতরাং ফরজ কাজ মনে করে ,আমরা সালাত যেমন আদায় করি ।আল্লাহ্ জমিন ,আল্লাহ্ দিনকে বিজয় করার কাজ টাকেও ঠিক একই ভাবে আমাদের দায়িত্বশীল যারা,কর্মী যারা ,সহযোগী যারা তাদের একই ভাবে ধারণ করতে হবে ।

তিনি আরও বলেন, সর্বশেষ আমাদের দাওয়াতি কাজ করতে হবে ,বোনদের কাছে পৌঁছাতে হবে ।এটা মৌলিক কাজ ।বাড়ি বাড়ি,ঘরে ঘরে ,জনে জনে ,বারে বারে এই স্লোগান নিয়ে বোনদেরকে বের হতে হবে ।আমরা বোনদের কাছে দাওয়াত দিবো জনে জনে ,বারে বারে ।

তিনি বলেন, বাউফলে অনেক বলেন মাসুদ ভাই আপনার সালাম আমাদের কাছে এই পর্যন্ত ২-৩ বার পৌছেছে, অন্য কেউ এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই । এই প্রথম আপনি যার কাছে পৌঁছাতে পারবেন স্বাভাবিকভাবেই তার আপনার প্রতি একটা দূর্বলতা থাকবে ।আমরা এই দূর্বলতাকে কাজে লাগাতে চাই ।আমরা সবার আগে সবার কাছে পৌঁছাতে চাই ।

এতে সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ মোশাররফ। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক। জামায়াত নেতা মোঃ হাসনাইন, মোহাম্মদ রাসেল, মাহমুদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।