রাজধানীর পল্লবীতে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর গলায় ছুরি বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মোহাম্মদ আহাদ (৪০) নামের এক ব্যক্তি।
গুরুতর আহত আহাদকে শনিবার বেলা দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হাই বলেন, ‘শনিবার সকালের দিকে আমরা খবর পেয়ে আমাদের কর্মকর্তারাসহ ঘটনাস্থল পল্লবীর বাইগারটেকে একটি বাসায় যাই। সেখানে দুই ছেলেকে জবাই করে ছেলের বাবা নিজের গলায় ছুরি বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
‘পরে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’
চিকিৎসকের বরাত দিয়ে এএসআই আরও বলেন, ‘ওই ব্যক্তিকে হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
+৮৮ ০৯৬০২১১১৮৭৪, +৮৮০২ ৫৫০৫৫২৮৮
+৮৮০২ ৫৫০৫৫২৮৯
[email protected]
©নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম