ঘন কুয়াশায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে।
ঘন কুয়াশার তীব্রতা কমে গেলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চালু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় এবং নৌ-দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয় এবং ঘাটে আটকে পড়া যানবাহন সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
+৮৮ ০৯৬০২১১১৮৭৪, +৮৮০২ ৫৫০৫৫২৮৮
+৮৮০২ ৫৫০৫৫২৮৯
[email protected]
©নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম