ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া জ্বরের ওষুধ গ্রহণ না করে লক্ষণ দেখা দিলেই সরকারি হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম।
বৃহস্পতিবার নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডে চাকতাই খাতুনগঞ্জ এলাকার বিভিন্ন খাল, নালা, সড়ক পরিদর্শনকালে নগরবাসীকে এই পরামর্শ দেন মেয়র।
চসিক মেয়র বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকেই ওষুধের দোকান থেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই সাধারণ জ্বরের ওষুধ গ্রহণ করছেন। ফলে তারা একদম শেষ সময়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাই আমি অনুরোধ করছি, ডেঙ্গুর লক্ষণ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে ভর্তি হোন। দ্রুত চিকিৎসা গ্রহণে ডেঙ্গু ভালো হয়।’

তিনি আরও বলেন, ‘মশা কমাতে চসিকের উদ্যোগে ১০০ দিনের ক্র্যাশ প্রোগ্রাম চলমান। তবে মশার উপদ্রব কমাতে জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ঘর ও ছাদে জমে থাকা পানিতে বিপুল মশা জন্ম নিচ্ছে। এক্ষেত্রে জনগণকে স্ব-উদ্যোগে নিজ নিজ বাসভবনে জমে থাকা পানি সরাতে হবে। তবেই ক্র্যাশ প্রোগ্রামের প্রকৃত সুফল পাওয়া যাবে।’
এসময় মেয়রের সঙ্গে কাউন্সিলর হাজী নুরুল হক ও চসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
+৮৮ ০৯৬০২১১১৮৭৪, +৮৮০২ ৫৫০৫৫২৮৮
+৮৮০২ ৫৫০৫৫২৮৯
[email protected]
©নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম