গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুর গাছ এলাকায় রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম, পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক মাওনার দিকে আসছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা গেলেও ট্রাক চালক পালিয়ে যায়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
+৮৮ ০৯৬০২১১১৮৭৪, +৮৮০২ ৫৫০৫৫২৮৮
+৮৮০২ ৫৫০৫৫২৮৯
[email protected]
©নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম